প্রচ্ছদ খেলাধুলা ৭ রানে অলআউট, টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের বিশ্বরেকর্ড

৭ রানে অলআউট, টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড ঘটেছে গতকাল। ২০ ওভার ব্যাট করে একটি দল তোলে ২৭১ রান। জবাবে ৭ রানে অলআউট হয় অন্য দলটি।অবিশ্বাস্য এ ঘটনা ঘটেছে নাইজেরিয়া-আইভরি কোস্ট ম্যাচে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে নাইজেরিয়ার বিপক্ষে মাত্র ৭ রানে অলআউট হয়েছে আইভরিকোস্ট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি সর্বনিম্ন স্কোর। ভেঙে গেছে দুই মাস আগে সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গোলিয়ার ১০ রানে অলআউট হওয়ার বিশ্ব রেকর্ড।

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে আইভরিকোস্টের বোলারদের ওপর তাণ্ডব চালায় নাইজেরিয়া।

এক সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৭১ রানের বিশাল সংগ্রহ গড়ে দলটি। জবাবে আইভরি কোস্ট ৭.৩ ওভারে মাত্র ৭ রানেই অলআউট হয়ে যায়। প্রথম ওভারের শেষ বলে ওপেনার ওত্তারা মোহাম্মদ আউট হন, স্কোর বোর্ডে ৪ রান। ৪ রানের পরই ধসে পড়ে পুরো ব্যাটিং লাইনআপ।

আর ৩ রান তুলতেই একে একে আউট হয়ে যান বাকি ৯ ব্যাটসম্যান। এর মধ্যে ৪ রানে প্রথম ও দ্বিতীয় উইকেট, ৫ রানে তৃতীয় ও চতুর্থ উইকেট, ৬ রানে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম এবং ৭ রানে অষ্টম, নবম ও দশম উইকেটের পতন ঘটে।