প্রচ্ছদ আন্তর্জাতিক ১৬ মাস পর কোহলির শতক, ছাড়িয়ে গেলেন শচীন-ব্রাডম্যানকে

১৬ মাস পর কোহলির শতক, ছাড়িয়ে গেলেন শচীন-ব্রাডম্যানকে

বিরাট কোহলি মানেই আলোচনা-সমালোচনা। লাল বলের ক্রিকেটে বোর্ডার-গাভাস্কার ট্রফি শুরুর আগেই ছিলেন সংবাদের শিরোনাম। বিগত পাঁচ বছরে লাল বলের ক্রিকেটে বিরাট কোহলির ব্যাটে এসেছে মাত্র দুইটি সেঞ্চুরি। অজিদের বিপক্ষে সিরিজ শুরুর আগে রিকি পন্টিংও খোঁচা দিয়েছেন কোহলিকে নিয়ে। নিজেকে প্রত্যাবর্তনের গল্প হিসেবে ৬ বছর আগের সেই পার্থকেই বাছলেন কিং কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫ রানে মাঠ ছেড়েছিলেন বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠল তাঁর ব্যাট। তাতে পার্থে ১৬ মাস পরে ফের বিরাটের ব্যাটে ফিরলো শতকের দেখা।

শেষবার সেঞ্চুরি এসেছিল ২০২৩ সালের জুলাই মাসে। ‘দুর্বল’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আগের সেঞ্চুরির পর ১৬তম ইনিংসে এসে আবারও শতকের দেখা পেলেন তিনি। এছাড়া সব মিলিয়ে ২৯ ইনিংস পর শতকের দেখা পেয়েছেন। লাল বলের ক্রিকেটে মাঝের সময়টাতে ছিল কেবল দুটি ফিফটি, দুটিই ৭০-এর ঘরের ইনিংস।

এই ষোলো ইনিংসে দুঅঙ্কের ঘরে যেতে পারেননি ৬ বার, বিশের ঘর পার করতে পারেননি ৩ বার। গেল গেল রব উঠে গিয়েছিল। ফর্মহীনতা নিয়ে চলছিল কাটা-কাটা কথাবার্তা। সবকিছু দুর্দান্ত এক শতক দিয়ে উড়িয়ে দিলেন মাস্টার ব্যাটার। তাতে ক্যারিয়ারের ১১৯তম টেস্ট খেলতে টেস্টে ৩০তম সেঞ্চুরিটি পেয়ে গেলেন বিরাট কোহলি। তাতে ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ডন ব্রাডম্যানকে। ২৯ সেঞ্চুরি করে টেস্টে এত দিন ব্রাডম্যানের সমান সেঞ্চুরি ছিল কোহলির। এদিকে ওয়ানডের ৫০ আর টি-টুয়েন্টির একটি শতক নিয়ে ৮১টি সেঞ্চুরি হয়ে গেল তার।

virat_test_centuary_after_16_monthআজ অজিদের বিপক্ষে শতকের সঙ্গে শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেলেন তিনি। উপমহাদেশের ব্যাটারদের মধ্যে অস্ট্রেলিয়ায় শচীন টেন্ডুলকারের সেঞ্চুরি ছিল ছয়টি। পার্থে তাকে ছাড়িয়ে কোহলির সেঞ্চুরি এখন সাতটি। শচীন অস্ট্রেলিয়ায় খেলেছিলেন ২০ টেস্ট আর কোহলি কেবল ১৪টি। সব ফরম্যাট মিলিয়ে এটা অস্ট্রেলিয়ার মাটিতে কোহলির ১০ম সেঞ্চুরি। সফরকারী দলের আর কেউ অস্ট্রেলিয়ায় পাননি এত বেশি সেঞ্চুরি। তাই অস্ট্রেলিয়াকে দ্বিতীয় বাড়ি বলতেই পারেন কোহলি!

এদিন ৮ চার ও ২ ছয়ে ১৪৩ বলে ১০০ রানে অপরাজিত থাকেন। কোহলি শতক ছুঁতেই ইনিংস ঘোষণা করে ভারত। পার্থে শুরুতে ব্যাট করে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়ে যায় ভারত। জবাবে ১০৪ রানে প্রথম ইনিংস থামে অস্ট্রেলিয়ার। সফরকারীরা পায় ৪৬ রানের লিড। দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের শেষবিকেলে এসে ৬ উইকেটে ৪৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছেন জাসপ্রীত বুমরাহ। তাতে ৫৩৩ রানের লক্ষ্য দেয় অজিদের।

kohli100_vs_ausশতক করে বিরাট বলেন, ‘প্রতিটা মুহূর্তে অনুষ্কা আমার পাশে ছিল। মাঠের বাইরে কী কী হয়, তার সবটা ও জানে। যখন অতটাও ভালো খেলতে না পারেন, তখন মানসিকতা কী থাকে, সেটাও ও জানে। ক্রিজে নিজেকে জমাট করে নিয়েও (অনেক সময় ভুল) করে থাকেন।’

আর সেটার জন্য যেভাবে দলের ‘ভার’ বলে দাগিয়ে দিচ্ছেন অনেকে, তাঁদের সপাটে জবাব দিয়েছেন বিরাট। তিনি বলেন, ‘আমি শুধুমাত্র দলের জন্য অবদান রাখতে চেয়েছিলাম। শুধু-শুধু দলে নিজের জায়গা আঁকড়ে রাখতে চাই না আমি। দেশের হয়ে ভালো খেলতে পারলে গর্বিত বোধ করি। (আজ শতরান করে) দারুণ লাগছে। বিশেষত ও (অনুষ্কা) এখানে আছে বলে ব্যাপারটা আরও স্পেশাল হয়ে উঠেছে।’