প্রচ্ছদ খেলাধুলা হারের পর পুরনো অযুহাত শান্তদের

হারের পর পুরনো অযুহাত শান্তদের

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের গোয়ালিয়রে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পাত্তাই পায়নি বাংলাদেশ। রীতিমতো মুখ থুবড়ে পড়েছে ভারতের কাছে। বাজে ব্যাটিংয়ের উদাহরণ দিয়ে গুটিয়ে যায় মাত্র ১২৭ রানে। যা তাড়া করতে ১২ ওভারও লাগেনি ভারতের।

ম্যাচ শেষে সেই ব্যাটিং ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে তাদের সামর্থ নিয়েও। ভারত যেখানে সম্পূর্ণ নতুন একটা দল নিয়েও চোখ রাঙায়, সেখানে অভিজ্ঞতায় টইটম্বুর হয়েও নিত্য-নতুন অযুহাত খুঁজে যায় বাংলাদেশ দল।

যদিও রোববার নতুন অযুহাত দেননি টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে পুরনো কথাই ঘুরিয়ে-ফিরিয়ে নতুন করে বলেন তিনি। দোষ দেন দেশের উইকেটের। এমন উইকেটে খেলাতেই নাকি রান করতে ভুলে গেছেন তারা।

শান্ত বলেন, ‘আমাদের অবশ্যই সামর্থ্য আছে। তবে উন্নতির অনেক জায়গা আছে। যদি গত ১০ বছর দেখি, আমরা এ রকমই ব্যাটিং করে যাচ্ছি। মাঝে মধ্যে হয়তো ভালো ব্যাটিং করি। আমি মনে করি, আমরা এর চেয়ে ভালো দল। যদিও অনেক দিন এই সংস্করণে ভালো করছি না।’

ভালো না করার কারণ হিসেবে শান্ত বলেন, ‘আমরা ঘরের মাঠে যে অনুশীলন করি, তার উইকেটে পরিবর্তন আনতে হবে। আমরা যখন ঘরের মাঠে খেলি, তখন ১৪০ থেকে ১৫০ রানের উইকেটই হয়। ব্যাটসম্যানরা ওই রানটা কিভাবে করতে হয়, সেটা জানে। কিন্তু আমরা জানি না কিভাবে ১৮০ করা যায়।’

তিনি যোগ করেন, ‘ওই ধরনের উইকেট অনুশীলন করলে হয়তো আমাদের আরেকটু উন্নতি হবে। তবে আমি শুধু উইকেটের দোষ দেব না। এখানে মানসিক অনেক ব্যাপার থাকে।’

তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন নাজমুল হোসেন শান্ত। যা শুরু হবে আগামী ৯ অক্টোবর দিল্লিতে। সিরিজে টিকে থাকতে হলে সেই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।

সূত্র : নয়া দিগন্ত