প্রচ্ছদ খেলাধুলা সেঞ্চুরি মিসে খারাপ লাগছে মিরাজের, তবে…

সেঞ্চুরি মিসে খারাপ লাগছে মিরাজের, তবে…

ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও টপ অর্ডারের ব্যাটাররা দ্রুত ফিরে যান। তবে লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং দৃঢ়তা দেখান মেহেদী মিরাজ। তার ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ভালো লক্ষ্য দেওয়ার আশা দেখতে থাকে বাংলাদেশ। ঘূর্ণিঝড় দানার প্রভাব থাকায় টেস্ট হার এড়ানোর সম্ভাবনাও জাগে।

তবে চতুর্থ দিন সকালেই বাংলাদেশ দলের ব্যাটাররা আউট হন। মিরাজ দলের শেষ ব্যাটার হিসেবে ৯৭ রানে সাজঘরে ফেরেন। বিষয়টি নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ডানহাতি অলরাউন্ডার জানান, সেঞ্চুরি মিস করায় তিনি হতাশ। তবে পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারার হতাশা আরও বেশি।

মিরাজ বলেন, ‘ব্যাটাররা সেঞ্চুরি মিস করলে খারাপ লাগে। আমারও খারাপ লাগছে। তবে যে প্লান নিয়ে ক্রিজে গিয়েছিলাম, তা বাস্তবায়ন করতে পারলে আরও ভালো লাগত। চেষ্টা করেছিলাম, দলটাকে ভালো জায়গায় নিয়ে যেতে।’

মিরাজ পাকিস্তান সিরিজে রান পেয়েছেন। ভারতে ব্যাটিং ব্যর্থতার মধ্যে হেসেছে তার ব্যাট। মিরপুরেও রান পেলেন তিনি। ব্যাটিং অর্ডারে আরও ওপরে খেলার প্রশ্নে মিরাজ জানান, এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের বিষয়। দলের ভালোর জন্য তাকে যেখানে খেলানো দরকার, তারা খেলাবেন। তিনি বরং যে সুযোগগুলো পাচ্ছেন সেগুলো কাজে লাগাতে চান।