
খেলাধুলা: প্রথম টেস্টে আত্মসমর্পণের পর আজ (মঙ্গলবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে টাইগাররা। যেখানে টসে জিতে আগে ব্যাট করবে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলবে দুই দল। খেলা শুরু সকাল ১০টায়।
এদিকে বাংলাদেশের একাদশে এসেছে ব্যাপক পরিবর্তন। অভিষেক হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের। তাছাড়া নাহিদ রানা ও জাকির হাসানও ফিরেছেন একাদশে। তাদের জায়গা দিতে বাদ গেছেন লিটন দাস, জাকের আলি ও নাঈম হাসান। জাকের ও লিটন একাদশে আসেননি চোটের কারণে, নাঈমকে বাদ দেয়া হয়েছে কম্বিনেশন সাজাতে।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
সূত্র : Daily Naya Diganta