
বাংলাদেশ ক্রিকেটে সব থেকে বড় খবর হচ্ছে— ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যে কথিত দ্বন্দ্ব। সাকিব-তামিমের মধ্যে সম্পর্ক কেমন, তা নিয়ে কখনই কোনো কিছু খোলাসা করেননি এ দুই ক্রিকেটারের কেউই। তবে সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দুজনের সম্পর্কে টানাপোড়েনের বিষয়টি তুলে ধরেন। এরপর থেকে এই দুই জনের ইস্যু চলে আসে লাইম লাইটের নিচে। দেশের এই দুই ক্রিকেটারের পরে এতটাই তিক্ততা ছড়িয়েছে দুইজনের কেউ মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ! তবে টাইগার সাবেক অধিনায়ক তামিম ইকবাল মনে করেন এই তিক্ততা না থাকলে বাংলাদেশের ক্রিকেট লাভবান হতো।
ভারতীয় সংবাদ মাধ্যম স্পোর্টস্টারে সাক্ষাৎকার দিয়েছেন তামিম। সেখানেই তিনি সাকিবের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে এমন মন্তব্য করেছেন তিনি। তামিমের কাছে ভারতীয় সংবাদ মাধ্যমটির প্রশ্ন ছিল এমন- আপনি কি মনে করেন সাকিবের সঙ্গে আপনার সম্পর্ক তিক্ত না হলে বাংলাদেশ ক্রিকেট আরও লাভবান হতো? বাঁহাতি ওপেনার সময়ক্ষেপণ না করে সরাসরি বলেছেন, ‘হ্যাঁ, অবশ্যই- কোনও সন্দেহ ছাড়াই! আমি বিশ্বাস করি, আমাদের সম্পর্ক যদি দীর্ঘস্থায়ী হতো, তাহলে তা বাংলাদেশ ক্রিকেটের জন্য গেম-চেঞ্জার হতে পারতো।’
সঙ্গে যোগ করেছেন, ‘আমরা দুজনই দেশের জন্য ভালো কিছু করেছি। আমি মনে করি, আমাদের দুজনেরই ইতিবাচক মানসিকতা আছে এবং আমরা বাংলাদেশের ক্রিকেটের জন্য সেরাটা চাই।’
সম্প্রতি ভারতের বিপক্ষে কানপুর টেস্টে সংবাদ সম্মেলনে টাইগার অলরাউন্ডার সাকিব টি-টোয়েন্টিতে ও টেস্টে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে বাংলাদেশের পোষ্টার বয় লাল বলের ক্রিকেটকে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার সিরিজ দিয়ে বিদায় বলতে চেয়েছেন। সাকিবের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন থাকলেও জাতীয় দলে সতীর্থকে প্রাপ্য সম্মানটাই দিচ্ছেন তামিম। বাঁহাতি ওপেনারের চোখে সাকিব ‘বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার।’
তামিম বলেছেন, ‘সম্পর্ক উত্থান-পতনের মধ্য দিয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটা নিশ্চিত করা যে, একে অন্যের ক্ষতি করছেন কিনা। কারণ শেষ পর্যন্ত দুজনই তো দেশের জন্য খেলছেন। আমি কখনোই মিডিয়ায় বা প্রকাশ্যে ওকে (সাকিব) কিংবা অন্য কাউকে দোষারোপ করিনি (২০২৩ সালের বিশ্বকাপ খেলতে না পেরে)।’
সাকিবের প্রশংসা করে তামিম বলেন, ‘আমি সত্যিকার অর্থে বিশ্বাস করি, বাংলাদেশের জন্য সাকিব যা করেছে তা সত্যিই অসাধারণ। আপনার সঙ্গে ওর ভালো সম্পর্ক থাকুক বা না থাকুক, আপনি এটি অস্বীকার করতে পারবেন না। ও বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার।’