প্রচ্ছদ খেলাধুলা সাকিবের বিপিএল খেলা নিয়ে যা বললেন চিটাগং কিংসের মালিক

সাকিবের বিপিএল খেলা নিয়ে যা বললেন চিটাগং কিংসের মালিক

আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের ১১তম আসর। এই আসর সামনে রেখে দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে চিটাগং কিংস। তবে এই টুর্নামেন্টে সাকিবের খেলা নিয়ে এখনও অনিশ্চিয়তায় রয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

কারণ, নিরাপত্তার ইস্যুতে দেশে আসতে পারছেন না সাকিব। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে খেলে লাল-বলের ক্রিকেটকে বিদায় বলতে চেয়েছিলেন তিনি। কিন্তু আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হওয়ায় তোপের মুখে পড়তে হয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।

যার ফলে দেশের এসে নিজের বিদায়ী টেস্টটাও খেলতে পারেননি সাকিব। দুবাই থেকেই ফিরে যেতে হয়েছে যুক্তরাষ্ট্রে। এমন অবস্থায় দেশে এসে বিপিএল খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

এই বিষয়ে চিটাং কিংসের মালিক সামির কাদের চৌধুরীর বলেছেন, ‌‌এখন এ বিষয়ে (সাকিবের বিপিএল খেলা) চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। বোর্ডের তরফ থেকে কিছু জানানো হয়নি আমাদের। আমরা একটা চিঠি পাঠাব বিসিবিকে।

বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার যদি শেষ পর্যন্ত চট্টলার ফ্র্যাঞ্চাইজিটিতে খেলতে না পারেন তাহলে দলে নতুন খেলোয়াড় ভেড়ানো হবে বলে জানিয়েছেন তিনি।

সে ক্ষেত্রে আলাদা করে কোনো পরিকল্পনা রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে সামির বলেন, ‘হ্যাঁ পরিকল্পনা তো অবশ্যই রয়েছে। আমরা তিন চারজনের সঙ্গে কথা বলে রেখেছি। অলমোস্ট দুইজন পছন্দের আছে। এখন দেখা যাক আরকি।

এ ছাড়াও নিজেদের জার্সি উন্মোচন নিয়ে তিনি বলেন, ‌হ্যাঁ টুর্নামেন্টে পছন্দের দলের জার্সি নিয়ে তো অনেক আগ্রহ থাকে দর্শকদের। আমরা সেটা বিবেচনায় রাখব। সবকিছু ঠিক থাকলে দ্রুতই একটা অনুষ্ঠান করে উন্মোচন করা হবে। আনুমানিক পরবর্তী সপ্তাহের মধ্যে করার পরিকল্পনা রয়েছে।

চিটাগং কিংসের স্কোয়াড: সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, মঈন আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, অ্যাঞ্জেলো ম্যাথিউস, উসমান খান , হায়দার আলী , বিনুরা ফার্নান্দো, শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব, গ্রাহাম ক্লার্ক ও থমাস ও’কনেল।