খেলাধুলা: গতকাল প্রথম ওয়ানডে দিয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তবে এখনও স্কোয়াডে সব ক্রিকেটার দলের সঙ্গে যোগ দিতে পারেননি। দুই ক্রিকেটারকে ছাড়াই সিরিজ শুরু করতে হয়েছে নাজমুল হোসেন শান্তর দলকে।
পেসার নাহিদ রানা এবং স্পিনার নাসুম আহমেদ ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে আরব আমিরাতে যেতে পারেননি। অবশেষে ভিসা জটিলতা কাটিয়েছেন এই দুই ক্রিকেটার। আজ বৃৃহস্পতিবার সকাল দশটায় আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছেন তারা। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সাকিব আল হাসানের প্রসঙ্গ আসলে গণমাধ্যমকে নাসুম বলেন, ‘ওনাকে তো সবসময় মিস করা হয়, ওনার অভাব তো আর কেউ পূরণ করতে পারবে না। পরবর্তী দুই ম্যাচের জন্য প্রত্যাশা দোয়া কইরেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে।’ লম্বা সময় পর দলে ফিরেছেন নাসুম। আবারও বাংলাদেশের জার্সিতে ফিরতে পেরে উচ্ছ্বসিত এই স্পিনার। আগের মতো পারফর্ম করতে চান তিনি। বছর খানেক পর দলে ফিরতে পেরে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।