প্রচ্ছদ খেলাধুলা শেষ বিকেলের হতাশায়, দিনটা নিজেদের বলতে পারলো না বাংলাদেশ

শেষ বিকেলের হতাশায়, দিনটা নিজেদের বলতে পারলো না বাংলাদেশ

খেলাধুলা: শেষ বিকেলের হতাশায়, দিনটা নিজেদের বলতে পারলো না বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে ৪১০ রান পিছিয়ে টাইগাররা। সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ৪০ রান। এর আগে অষ্টম উইকেটে জাস্টিন গ্রিভস ও কিমার রোচের রেকর্ড জুটিতে ৪৫০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। আর প্রথম ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন গ্রিভস। অপরাজিত ১১৫ রানে। ঠিক যেভাবে চেয়েছিল বাংলাদেশ, সেভাবে হলো না। জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়কে ফিরিয়ে শেষ বিকেলের আলোটুকুও কেড়ে নিল ওয়েস্ট ইন্ডিজ। ৪১০ রানে পিছিয়ে থেকে অস্বস্তিতে দ্বিতীয়দিন পার করল টাইগাররা।

বাংলাদেশের ওপেনার সংকটের ছবি আরও একবার সামনে এলো। লড়াই করার মানসিকতা এখনো তৈরি হয়নি ব্যাটারদের মাঝে। শেষ পাঁচ ইনিংসে ব্যাট হাতে জাকিরের রান মাত্র ৩৪। আর ১২ ইনিংসে কোন হাফ সেঞ্চুরি নেই মাহমুদুল হাসান জয়ের। তবে দিনের শুরুটা কি দারুণ করেছিলেন হাসান মাহমুদ। জশুয়া ডি সিলভা ও আলজারি জোসেফকে ৩ ওভারের মধ্যে বিদায় করে আশা দেখান টাইগার পেসার।

কিন্তু এরপর কিমার রোচকে সঙ্গে নিয়ে টাইগার বোলারদের অসহায় করে রাখেন জাস্টিন গ্রিভস। অষ্টম উইকেটে বাংলাদেশের বিপক্ষে গড়েন সর্বোচ্চ ১৪০ রানের জুটি। এর আগের রেকর্ডটি ছিল জিম্বাবুয়ের হিথ স্ট্রিক ও ট্রাভিস ফ্রেন্ডের। টাইগারদের বিপক্ষে ২০০১ সালে করেছিল ১০৮ রান। তবে তিন রানের জন্য প্রথম হাফ সেঞ্চুরির আশা দীর্ঘায়িত হলো কিমার রোচের। হাসান মাহমুদ স্ট্যাম্প উড়িয়ে বিদায় করেন এই ক্যারিবীয়কে। বাংলাদেশি পেসারদের মধ্যে টেস্টে অভিষেক বছরে সর্বোচ্চ ২৬ উইকেট হাসানের। যা আরও বাড়িয়ে নেয়ার সুযোগ আছে। রোচ না পারলে প্রথমের দেখা পেয়েছেন জাস্টিন গ্রিভস। তুলে নিয়েছেন সেঞ্চুরি। ১১৫ রানের অপরাজিত ইনিংসে বাউন্ডারি মাত্র ৪টি। আর তাতেই ২০ টেস্ট পর দলীয় রান চারশো পেরুলো ওয়েস্ট ইন্ডিজ।