প্রচ্ছদ আন্তর্জাতিক রাতে ব্যালন ডি’অর ঘোষণা: যার হাতে উঠছে পুরস্কার

রাতে ব্যালন ডি’অর ঘোষণা: যার হাতে উঠছে পুরস্কার

ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর। যে ট্রফিটি পাওয়া যে কোনও খেলোয়াড়ের জন্যই সম্মানজনক। গত দেড় যুগ ধরে এ ট্রফিটি নিজেদের করে নিয়েছিলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঝে লুকা মদ্রিচ আর করিম বেনজামা ছাড়া আর কেউই সেখানে ঢুকতে পারেননি। তবে সময়ের সঙ্গে মেসি-রোনালদো ইউরোপ ছেড়ে এখন দুই দেশে। তাই এই দুই মহাতারকাকে নিয়ে এখন আর ব্যালন ডি’অরের হিসেব নিকেশ হয় না। আজ আরেকটি ব্যালন ডি’অর পুরস্কারের রাত দুয়ারে। কার হাতে উঠতে চলেছে জানতে ক্রীড়াপ্রেমীদের আগ্রহের কমতি নেই। সোমবার রাত ১টায় প্যারিসের চাতেলে থিয়েটারে জানানো হবে ব্যালন ডি’অর জয়ীর নাম।

ফ্রান্স ফুটবল এবং উয়েফার যৌথ উদ্যোগে ২০২৩-২৪ মৌসুমের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি হবে এটি। কোটি ফুটবলপ্রেমীর চোখ খুঁজবে একজনকেই। যার হাতে উঠবে ফুটবল সেরার স্বীকৃতি ব্যালন ডি’অর। ২০২৩-২৪ মৌসুমের বিজয়ীদের বেছে নিবেন প্রখ্যাত সাংবাদিকরা। বিভিন্ন ক্যাটাগরিতে দেয়া হবে এই পুরস্কার। সেরা পুরুষ ফুটবলার ব্যালন ডি’অর, সেরা নারী ফুটবলার ব্যালন ডি’অর ফ্যামিনিন, সেরা স্কোরার গার্ড মুলার অ্যাওয়ার্ড, মানবিকতা প্রদর্শনকারী ফুটবলার সক্রেটিস অ্যাওয়ার্ড, সেরা উদীয়মান ফুটবলার কোপা অ্যাওয়ার্ড। পাশাপাশি থাকছে পুরুষ ও নারী ক্যাটাগরিতে সেরা ক্লাব ও কোচের অ্যাওয়ার্ড।

এবারের শ্রেষ্ঠত্বের দৌড়ে সবার থেকে এগিয়ে ভিনি। রিয়ালের হয়ে ২০২৩-২৪ মৌসুমে দুর্দান্ত ফুটবল উপহার দেন তিনি। ৩৯ ম্যাচে ২৪ গোল করার পাশাপাশি করিয়েছেন ১১টি। রিয়ালের স্প্যানিশ লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ের নায়কও ছিলেন এই ব্রাজিল ফরোয়ার্ড। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোল করে হন আসরের সেরা খেলোয়াড়। এবারের ব্যালন ডি’অরের দৌড়ে ভিনিসিউসের একেবারে যোগ্য প্রতিদ্বন্দ্বি ছিলেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। স্পেনকে ইউরো চ্যাম্পিয়নশিপ জেতাতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো তার। হয়েছিলেন টুর্নামেন্ট সেরা ফুটবলারও। এছাড়াও ম্যানচেস্টার সিটির হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগ শিরোপা।

এদিকে জাতীয় দল এবং ক্লাবে গেলো মৌসুমে দুর্দান্ত ছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লউতারো মার্টিনেজ। আর্জেন্টিনার টানা দ্বিতীয় কোপা জয়ে তার ছিলো গুরুত্বপূর্ণ অবদান। এছাড়াও ইতালিয়ান সিরি আ’য় ইন্টার মিলানকে জিতিয়েছেন লিগ শিরোপা।

এদিকে পিছিয়ে নেই জুড ব্যালিংহ্যামও। রিয়ালের হয়ে লা লিগায় করেছেন ১৯ গোল। পাশাপাশি পেয়েছেন ভেল্যুয়েবল ফুটবলারের তকমা। গত মৌসুমে ইউরো কাপে ইংল্যান্ডকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন বেলিংহ্যাম। আজ রাত ১টা ৪৫ মিনিটে প্যারিসের থিয়েটার দু শাটলেটে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যামে প্রদান করা হবে এবারের ব্যালন ডি’অর পুরস্কার। দেখা যাক, কার হাতে ওঠে সেরার পুরস্কার।

২০২৩-২৪ মৌসুমের মনোনীত যারা-

জুড বেলিংহাম (ইংল্যান্ড/রিয়াল মাদ্রিদ), রুবেন ডিয়াস (পর্তুগাল/ম্যানচেস্টার সিটি), ফিল ফোডেন (ইংল্যান্ড/ম্যানচেস্টার সিটি), ফেদেরিকো ভালভার্দে (উরুগুয়ে/রিয়াল মাদ্রিদ), এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা/অ্যাস্টন ভিলা), আর্লিং হালান্ড (নরওয়ে/ম্যানচেস্টার সিটি), নিকো উইলিয়ামস (স্পেন/অ্যাথলেটিক বিলবাও), গ্রানিত জাকা (সুইজারল্যান্ড/বেয়ার লেভারকুসেন), আর্টেম ডভবাইক (ইউক্রেন/রোমা), টনি ক্রুস (জার্মানি/রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়াস জুনিয়র (ব্রাজিল/রিয়াল মাদ্রিদ), দানি ওলমো (স্পেন/বার্সেলোনা), ফ্লোরিয়ান ভির্টজ (জার্মানি/বেয়ার লেভারকুসেন), মার্টিন ওডেগার্ড (নরওয়ে/আর্সেনাল), ম্যাটস হুমেলস (জার্মানি), রদ্রি (স্পেন/ম্যানচেস্টার সিটি), হ্যারি কেন (ইংল্যান্ড/বায়ার্ন মিউনিখ), ডেক্লান রাইস (ইংল্যান্ড/আর্সেনাল),ভিতিনহা (পর্তুগাল/পিএসজি), কোল পালমার (ইংল্যান্ড/চেলসি), দানি কারভাহাল (স্পেন/রিয়াল মাদ্রিদ), লামিন ইয়ামাল (স্পেন/বার্সেলোনা), বুকায়ো সাকা (ইংল্যান্ড/আর্সেনাল), হাকান কালহানোগ্লু (তুরস্ক/ইন্টার মিলান), উইলিয়াম সালিবা (ফ্রান্স/আর্সেনাল), কিলিয়ান এমবাপে (ফ্রান্স/রিয়াল মাদ্রিদ), লৌতারো মার্টিনেজ (আর্জেন্টিনা/ইন্টার মিলান), অ্যাডেমোলা লুকম্যান (নাইজেরিয়া/আটলান্টা), আন্তোনিও রুডিগার (জার্মানি/রিয়াল মাদ্রিদ), আলেহান্দ্রো গ্রিমাল্ডো (স্পেন/বেয়ার লেভারকুসেন)