প্রচ্ছদ খেলাধুলা মুশফিকের বিদায় প্রসঙ্গে যা বলছেন মাশরাফি ও মাহমুদউল্লাহ

মুশফিকের বিদায় প্রসঙ্গে যা বলছেন মাশরাফি ও মাহমুদউল্লাহ

খেলাধুলা: বাংলাদেশের ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম মুশফিকুর রহিম। দীর্ঘদিন দলের নেতৃত্বও দিয়েছেন তিনি। জিতিয়েছেন অসংখ্য ম্যাচ। তবে আর ওয়ানডে খেলতে দেখা যাবে না মুশফিকুর রহিম। বিসিবি আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও তিনি জানিয়ে দিলেও বুধবার (৫ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিক জানিয়ে দিয়েছেন, ৫০ ওভারের ক্রিকেটে আর নয়। ২০২২ সালের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। আর এবার  ৫০ ওভারের ওয়ানডে।  

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। মুশফিক লিখেন, আমি আজ থেকে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নেয়ার ঘোষণা দিচ্ছি। আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য। যদিও বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন সীমিত ছিল, তবে একটি বিষয় নিশ্চিত যখনই আমি দেশের হয়ে মাঠে নেমেছি, সর্বদা শতভাগের বেশি দেয়ার চেষ্টা করেছি, সততা ও নিষ্ঠার সঙ্গে।

বুধবার (৫ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিক জানিয়ে দিয়েছেন, ৫০ ওভারের ক্রিকেটে আর নয়। ছবি: সংগৃহীত

বুধবার (৫ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিক জানিয়ে দিয়েছেন, ৫০ ওভারের ক্রিকেটে আর নয়। ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্স এবং ব্যাট হাতে মুশফিকুর রহিমের চরম ব্যর্থতা নিয়ে সম্প্রতি তুমুল সমালোচনা হচ্ছিল। এর মাঝেই গতকাল সকালে ৩৫ বছর বয়সী স্টিভেন স্মিথ ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন, যা হয়তো ৩৭ বছর বয়সী মুশফিকের ওপর বাড়তি চাপ তৈরি করেছিল। তবে সেই চাপকে আর দীর্ঘায়িত করতে চাননি অভিজ্ঞ এই ক্রিকেটার। মুশফিকের ওয়ানডে থেকে অবসরের খবরে দেশের ক্রিকেট মহলের অনেকেই আবেগতাড়িত ও স্মৃতিকাতর হয়ে পরেছেন। তার দীর্ঘদিনের সতীর্থ ও বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও অনুভূতিশূন্য নন। বরং, সতীর্থের বিদায়ে আবেগঘন ভাষায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি, যেখানে ফুটে উঠেছে দীর্ঘ দিনের বন্ধুত্ব ও ক্রিকেটীয় স্মৃতির রেশ।

মুশফিককে নিয়ে তামিম বাংলাদেশকে দুজন একসঙ্গে প্রতিনিধিত্ব করেছেন প্রায় ১৫ বছর, একসঙ্গে খেলেছেন ২১২ ম্যাচ। ফেসবুক স্ট্যাটাসের সেই যাত্রার কথাই লিখেছেন মাশরাফি, তোমার বিদায়ের ঘোষণায় একলহমায় অনেক কিছু ভেসে উঠল চোখে। এত বছরের একসঙ্গে পথচলা, মাঠের ভেতরে-বাইরে কতশত স্মৃতি।

মাশরাফি বিন মুর্তজার ফেসবুক পোস্ট। ছবি: সংগৃহীত

মাশরাফি বিন মুর্তজার ফেসবুক পোস্ট। ছবি: সংগৃহীত

মুশফিকের পরিশ্রম  কথা উল্লেখ করে মাশরাফি লিখেছেন, ওয়ানডেতে তোমার রেকর্ডই তোমার হয়ে সাক্ষ্য দেবে অনেক কিছুর। তোমার ব্যাটের দ্যুতিতে কত আলোর দিন এসেছে দেশের ক্রিকেটে! তবে রেকর্ড বইয়ে লেখা থাকবে না, কতটা নিবেদন আর নিষ্ঠায় তুমি ক্যারিয়ার গড়েছিলে, কতটা ঘামের স্রোত পেরিয়ে সাফল্যের তীর ছুঁয়েছিলে। তোমার পরিশ্রম, প্রতিজ্ঞা আর ত্যাগের গল্প বাংলাদেশের ক্রিকেটে প্রজন্মের পর প্রজন্মে অনুকরণীয় হয়ে থাকবে। মাশরাফি তাকে শুভকামনা জানিয়েছেন এই সংস্করণের জন্য, আশা করি, সাদা পোশাকের বাকি অধ্যায়টুকু রঙিন করে তুলবে। তোমার ব্যাটে অভিজাত সংস্করণে দেশের ক্রিকেট সমৃদ্ধ হবে আরও। 

অন্যদিকে, মুশফিকের অবসরে তাকে শুভকামনা জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ফেসবুকে তিনি লিখেছেন, প্রিয় মুশফিক, তোমার দুর্দান্ত ওয়ানডে ক্যারিয়ারের জন্য ধন্যবাদ। দুবাইয়ে ভাঙা পাঁজর নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তোমার সেই সেঞ্চুরি আমার এখনও মনে আছে। এটাই খেলাটার প্রতি তোমার সম্মান, তোমার নিবেদন এবং পরিশ্রমের প্রমাণ, যে তুমি সর্বোচ্চ স্তরে পারফর্ম করার জন্য এবং এটা সর্বদা যেকোনো খেলোয়াড়কে অনুপ্রাণিত করবে। নিঃসন্দেহে তুমি বাংলাদেশ ক্রিকেটের একটা রত্ন। লাল বলের ক্রিকেটে তোমার পথচলার জন্য শুভ কামনা রইলো।

মাহমুদউল্লাহ রিয়াদের ফেসবুক পোস্ট। ছবি: সংগৃহীত

মাহমুদউল্লাহ রিয়াদের ফেসবুক পোস্ট। ছবি: সংগৃহীত

মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদ একসঙ্গে অনেক ম্যাচে জয় এনেছেন। দুজন বাংলাদেশ ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছেন। অনেক ক্রিকেটপ্রেমীরা মুশফিক এবং মাহমুদউল্লাহর মতো মুশফিকের বিদায় মেনে নিতে পারছেন না।