প্রচ্ছদ খেলাধুলা মাহমুদউল্লাহ হাত নেড়ে কীসের ইঙ্গিত দিলেন

মাহমুদউল্লাহ হাত নেড়ে কীসের ইঙ্গিত দিলেন

ভয়ংকর বাজে ফর্মের মধ্য দিয়ে যাচ্ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সর্বশেষ ৪ ওয়ানডে ইনিংসে মোট ৬ রান তাঁর। আজ ৪ রানেই পিঠের ব্যথায় নুয়ে পড়েছিলেন। সেই মাহমুদউল্লাহই দুর্দান্ত এক ফিফটি করে ফেলেছেন আজ। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেয়ে মাহমুদউল্লাহর ইনিংসই দলকে জয় এনে দেওয়ার মতো স্কোর এনে দিয়েছে।

৬৩ বলে ফিফটির পর মাহমুদউল্লাহর উদযাপন বেশ কৌতুহলউদ্দীপক ছিল। যা দেখে মনে হতেই পারে, সমালোচকদের জবাব দিচ্ছেন ইঙ্গিতে।

৭২ রানে তাওহিদ হৃদয় আউট হওয়ার পর মনে হয়েছিল বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামতে যাচ্ছে। এর মধ্যে ৪ রানে থাকা মাহমুদউল্লাহ ২০তম ওভারে হঠাৎ মাঠে বসে পড়লেন। ফিজিও আসার পর শুয়েও পড়লেন। তাঁকে দেখে মনে হয়েছে পিঠে প্রচণ্ড ব্যথা। মুখ কুঁচকেই ব্যাটিং চালিয়ে গেলেন।

অন্যদিকে মেহেদী হাসান মিরাজকে দেখে মনে হচ্ছিল, ব্যাটসম্যানদের বধ্যভূমি। ফিফটি পেতে ১০৬ বল লেগেছে মিরাজের। ওদিকে মাহমুদউল্লাহ এর দেখা পেয়েছেন ৬৩ বলেই। এর আগে রশিদ খানের ওভারটি মেডেন না হলে আরও ৬ বল আগেই হয়তো পেতে পারতেন।

ফিফটির পর মাহমুদউল্লাহ প্রথমে ব্যাট উঁচিয়ে উদযাপন করেছেন। এরপর নিজের বুকে হাত দিয়ে দেখিয়ে হাত এদিক ওদিক নাড়িয়েছেন, যেন বোঝাতে চেয়েছেন তাঁকে নিয়ে যে ‘হচ্ছে না’ বলে রব উঠেছে, সেদিকেই যেন ইঙ্গিত করছেন। এরপর আকাশের দিকে আঙুল উঁচিয়ে সৃষ্টিকর্তার কথা স্মরণ করেছেন।