
জসপ্রিত বুমরার আগুনঝরা বোলিংয়ের সামনেই নাকাল হচ্ছিল অস্ট্রেলিয়া। তবে সিডনি টেস্টের মধ্যেই এই ভারতীয় পেসার চোটে পড়লেন এবং মাঠ ছাড়তে বাধ্য হলেন। চোটের ধরণ এখনও পরিষ্কার নয়, তবে স্ক্যানের জন্য স্টেডিয়াম ছেড়ে হাসপাতালে যেতে হয়েছে তাকে। লাঞ্চের পর নিজের একমাত্র ওভার বল করার পর বুমরাহ বিরাট কোহলির সঙ্গে কথা বলেন এবং মাঠ ত্যাগ করেন। তার অনুপস্থিতিতে দলের দায়িত্ব নেন কোহলি। এর আগেই রোহিত শর্মা নেতৃত্ব থেকে বিরতি নেন, ফলে ম্যাচে ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন বুমরাহ।
মাঠ ছাড়ার আগে বুমরাহ ছিলেন অপ্রতিরোধ্য। অস্ট্রেলিয়ার প্রথম ৫ উইকেটের মধ্যে ৪টিই তিনি শিকার করেন। ম্যাচে তার শেষ স্পেল ছিল ৩১তম ওভারে। বোর্ডার–গাভাস্কার ট্রফিতে তার মোট উইকেটসংখ্যা এখন ৩২। মার্ক ওয়াহ ফক্স ক্রিকেটে মন্তব্য করেছিলেন যে বুমরাহ না থাকলে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের জন্য কাজ সহজ হবে। তবে তার সেই ভবিষ্যদ্বাণী মেলেনি। বুমরাহর অনুপস্থিতিতেও প্রসিধ কৃষ্ণা, নীতীশ রেড্ডি ও মোহাম্মদ সিরাজের অসাধারণ পারফরম্যান্সে অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে যায়।
তবে দিন শেষে ভারতীয়দের জন্য স্বস্তি হাসপাতাল থেকে সাজঘরে দলের সঙ্গে যোগ দিয়েছেন জসপ্রিত বুমরাহ। চা বিরতির পর ভারতের সাজঘরে দেখা গিয়েছে সিডনি টেস্টে ভারতীয় দলের অধিনায়ককে। প্রসঙ্গত, বুমরাহর চোট ভারতের জন্য একটি বড় ধাক্কা। সাম্প্রতিক সময়ে ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্স করে তিনি দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন। স্ক্যান রিপোর্টের পরই বোঝা যাবে চোট কতটা গুরুতর এবং তিনি পরবর্তী ম্যাচে খেলতে পারবেন কি না।