প্রচ্ছদ খেলাধুলা বেতন বাকি রেখে আলোচনায় আসা রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা সবাই হোটেলে কেন?

বেতন বাকি রেখে আলোচনায় আসা রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা সবাই হোটেলে কেন?

দিনের শুরু থেকে যে গুঞ্জনটা ছড়িয়ে পড়েছিল, দিনের শেষভাগে এনামুল হক বিজয়ের ফেসবুক পোস্টের পর মনে হয়েছিল, সমস্যা বোধহয় সমাধান হয়েছে! কিন্ত কীসের সমাধান? বিপিএল ইতিহাসে আগে কখনো যা দেখা যায়নি, সেটাই এবার দেখা গেছে দুর্বার রাজশাহীর কল্যাণে। একাদশে কোনো বিদেশি ক্রিকেটার ছাড়াই আজ রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নামছে ফ্র্যাঞ্চাইজিটি।

বিদেশিদের ম্যাচ ‘বয়কটের’ পেছনে রাজশাহীর পারিশ্রমিক ইস্যুটাই ঘুরে ফিরে আলোচনায় আসছে। এর আগে প্রতিশ্রুত পরিশ্রমিক না পেয়ে চট্টগ্রামে অনুশীলন বর্জনের ঘোষণা দিয়েছিলেন দলটির ক্রিকেটাররা। এরপর ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে ২৫% পেমেন্ট দেওয়ার দাবি করা হয়েছিল। কিন্তু সে পারিশ্রমির একা অংশ চেকের মাধ্যমে দেওয়ার পর চেক বাউন্স হলে ক্রিকেটারদের ক্ষোভ আরও বাড়ে।

সর্বশেষ আজ ম্যাচের দিন সকালে হোটেল বদলের ঘটনায় সে ক্ষোভ আরও বেড়ে যায়। দলের পক্ষ থেকে বাকি পারিশ্রমিকের সুরাহা না হওয়ায় বিদেশিরা রাজশাহীর বাকি ম্যাচগুলো না খেলার হুমকি দেয় বলে সকাল থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়ে। আজ বিকেলে যখন এনামুল হক বিজয় ফেসবুকে খাম হাতে খেলোয়াড়দের ছবি পোস্ট করলেন, মনে হয়েছিল, সব বোধহয় ঠিকঠাক হয়েছে।

কিন্তু শেষ পর্যন্ত হোটেল থেকে কোনো বিদেশি মাঠে আসেনি। কোনো বিদেশি ছাড়াই আজ মাঠে নামছে রাজশাহী।