প্রচ্ছদ খেলাধুলা বিসিবি সভাপতি হিসেবে কোনো বেতন নেবেন না বুলবুল

বিসিবি সভাপতি হিসেবে কোনো বেতন নেবেন না বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে গতকাল শুক্রবার দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগেই সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে যে, বিসিবি সভাপতি হিসেবে নাকি মোটা অংকের পারিশ্রমিক পাবেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তবে বুলবুল নিজেই পরিস্কার করেছেন যে, এটা মোটেও সত্যি নয়।

সভাপতি হিসেবে প্রথম সংবাদ সম্মেলনেই প্রশ্ন ওঠে বুলবুলের পারিশ্রমিক নিয়ে। জবাবে তিনি বলেন, ‘আমি যেখানে (আইসিসির ডেভলপমেন্ট উইং) কাজ করেছি, সেখানে বেতন পেতাম। বিসিবিতে যখন দায়িত্ব নিতে আসি, তারা আমাকে বলেছিল- বেতনসহ যোগ দিতে পারি। কিন্তু বিসিবি সভাপতি একটি সম্মানজনক চেয়ার। এখানে আমি কোনো বেতন নেব না। এমন চিন্তাও আমার মাথায় আসেনি। অসম্ভব।’

বিসিবিতে আসার উদ্দেশ্য নিয়ে বুলবুল বলেন, ‘শুধু ক্রিকেটের উন্নয়ন বা ক্রিকেট ফর বাংলাদেশ নয়, ক্রিকেট ইন বাংলাদেশ মিশনেই আমি এসেছি। আমি একটা ফ্রেমওয়ার্ক মাইন্ড নিয়ে এসেছি। কিছু জিনিস জানি, কিছু জানব। এরপর বুঝে কাজ করতে হবে। যেহেতু সময়টা সংক্ষিপ্ত, আমি এটাকে এক ইনিংসের মতো দেখছি। ওয়ানডে বা টেস্ট নয়, একটি ভালো টি-টোয়েন্টি ইনিংস খেলতে চাই, যেটা দীর্ঘদিন সবাই মনে রাখবে। আমি চাই বাংলাদেশে যেন সবাই ক্রিকেট খেলতে পারে, ক্রিকেটটা যেন সবার হয়।’