প্রচ্ছদ খেলাধুলা বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে কারা থাকছেন, কারা থাকছেন না

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে কারা থাকছেন, কারা থাকছেন না

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছে লিপু-হান্নান-রাজ্জাকের নির্বাচক প্যানেল। যেখানে নাও বাড়তে পারে ক্রিকেটারের সংখ্যা। বাদ পড়ছেন সাকিব, সোহান, খালেদ, নাঈম’রা। মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে দ্বিধায় নির্বাচকরা। নতুন করে যুক্ত হচ্ছেন জাকের, রিশাদ আর নাহিদ রানা। চুক্তিতে ফিরছেন সৌম্য, শামীম, সাদমান ইসলাম অনিক। নতুন বছরে ক্রিকেটারদের বেতন বাড়ানোর-ও পরিকল্পনা আছে বোর্ডের।

ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে দুই দফা আলাপ সেরেছেন লিপু-হান্নান-রাজ্জাকের নির্বাচক প্যানেল। চলতি বছর রঙিন পোশাকে বেশি ম্যাচ থাকায় প্রাধান্য পাচ্ছেন সাদা বলের ক্রিকেটাররা। তবে বাস্তবতা মেনেই বাদ পড়ছেন সাকিব আল হাসান। গত বছরের তালিকা থেকে বাদ পড়ার দলে আছেন নুরুল হাসান সোহান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, খালেদ আহমেদ, নাঈম হাসানরা।

তবে সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে দ্বিধায় নির্বাচক প্যানেল। বর্তমানে শুধু একটা ফরম্যাট অর্থাৎ ওয়ানডেতে খেলছেন রিয়াদ। গুঞ্জন আছে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। তাইতো কেন্দ্রীয় চুক্তিতে রিয়াদের থাকা না থাকার সিদ্ধান্ত ঝুলে আছে এর ওপরই।

তিন ফরম্যাটেই দুর্দান্ত ফর্মে থাকা জাকের আলী অনিক প্রথমবারের মতো জায়গা পাচ্ছেন এই তালিকায়। জায়গা পাচ্ছেন রিশাদ হোসেন, নাহিদ রানা, তানজিদ তামিম-ও। ফিরছেন সৌম্য সরকার। ২০২১ সালের পর ফিরতে যাচ্ছেন শামীম পাটোয়ারী-ও।

পরিবর্তন আসছে ফরম্যাটেও। শরিফুল বাদ পরতে পারেন টেস্টের চুক্তি থেকে। তিন ফরম্যাটে ফিরতে পারেন তাসকিন আহমেদ। জাকের আলী অনিকও থাকছেন তিন ফরম্যাটেই। এদফায়ও তিন ফরম্যাটে টিকে যেতে পারেন নাজমুল হোসেন শান্ত আর লিটন দাস। নাহিদ রানা আছেন টেস্ট আর ওয়ানডের বিবেচনায়।

গেল বছর বেতন না বাড়লেও এবার বাড়তে পারে ক্রিকেটারদের বেতন। বাড়তে পারে আনুসাঙ্গিক সুযোগ সুবিধাও।

এ বিষয়ে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘গত চার মাসে কিন্তু অনেক ক্ষেত্রেই, বিশেষ করে খেলোয়াড়দের যেখানে সুবিধা পাওয়ার সুযোগ ছিল, সেখানে বোর্ড খুব আগ্রহ নিয়ে সেটা করেছে। আগের তুলনায় বেশি আর্থিক সমর্থন দিয়েছে। আশা করব, এখানেও তারা সুবিধা পাবে। নির্বাচকরা যখন তালিকা দিবে, তখন সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারব।’

এই তালিকার বাইরে গেল বারের মতো এবারও পেসার এবাদত হোসেনকে বিশেষ বেতন দেয়ার পরিকল্পনা বোর্ডের। সেই সঙ্গে আলাপ হয়েছে প্রথম শ্রেণীর ক্রিকেটারদের নিয়েও। চলতি মাসের শেষ ঘোষণা করার কথা বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা।