প্রচ্ছদ খেলাধুলা বিপিএলে অনিশ্চিত সাকিব খেলবেন লিজেন্ডস ক্রিকেট ট্রফিতে

বিপিএলে অনিশ্চিত সাকিব খেলবেন লিজেন্ডস ক্রিকেট ট্রফিতে

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় তারকা সাকিব আল হাসানকে হয়তো এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দেখা যাবে না। দেশের হয়ে সাকিবকে আর খেলতে দেখা যাবে কিনা, তা নিয়েও চলছে নানা জল্পনা। এর মধ্যেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দাপট দেখিয়ে চলেছেন এই অলরাউন্ডার। এবার সাকিব যোগ দিয়েছেন লিজেন্ডস ক্রিকেট ট্রফির (এলসিটি) দল দুবাই জায়ান্টসে।

দলের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে সাকিবকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে দুবাই জায়ান্টস। দলের অন্যতম সদস্য হিসেবে ইতোমধ্যে যুক্ত হয়েছেন শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার থিসারা পেরেরা। গত আসরে এই দলের হয়ে খেলেছেন হরভজন সিং ও স্যামুয়েল বদ্রির মতো সাবেক তারকারা। তবে সাবেক ক্রিকেটারদের লিগে সাকিবের অংশগ্রহণ অনেকের কাছেই বিস্ময়কর।

কিছুদিন আগেই সাকিব খেলেছেন আবুধাবি টি-টেন টুর্নামেন্ট এবং লঙ্কা টি-টেন। সম্প্রতি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটেও নাম জমা দিয়েছেন তিনি। আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিতব্য পিএসএলের ড্রাফটে সাকিব ছাড়াও নাম লিখিয়েছেন মুস্তাফিজুর রহমান, উসমান খাওয়াজা, ডেভিড উইলি, জেসন রয়, সিকান্দার রাজা, টম কারান এবং ডেভিড মালানের মতো তারকারা।

সাকিবের বোলিং কার্যক্রম বর্তমানে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। বোলিং অ্যাকশনে ত্রুটি থাকায় ইংল্যান্ডের পাশাপাশি আন্তর্জাতিক ও বাংলাদেশের বাইরের ঘরোয়া ক্রিকেটেও বোলিং করতে পারছেন না তিনি। চলতি মাসের শুরুর দিকে লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগের কাছে পরীক্ষায় পাস করতে ব্যর্থ হন সাকিব। পরবর্তীতে চেন্নাইতে আরও একটি পরীক্ষা দেন তিনি, যার ফলাফল এখনও অপেক্ষমাণ।

বোলিং নিষেধাজ্ঞার আগে বল হাতে দারুণ ফর্মে ছিলেন সাকিব। পাকিস্তান সফরের প্রথম টেস্টে ৪টি এবং দ্বিতীয় টেস্টে ১টি উইকেট নিয়েছিলেন তিনি। পাকিস্তান সফর শেষে সারের হয়ে একটি কাউন্টি ম্যাচ খেলতে ইংল্যান্ডে যান সাকিব। সেখানেও বল হাতে আলো ছড়িয়েছিলেন তিনি। বোলিং নিষেধাজ্ঞার কারণে সাকিবের বিপিএলে খেলা এবং পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেটে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যাটার হিসেবে সাকিব কতটা কার্যকর হতে পারবেন, তা নিয়ে রয়েছে প্রশ্ন।

দেশের ক্রিকেটে সাকিবের ভূমিকা বরাবরই অনস্বীকার্য। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ তার আন্তর্জাতিক ও ঘরোয়া ক্যারিয়ারকে নতুন এক দিকের দিকে নিয়ে যাচ্ছে। লিজেন্ডস ক্রিকেট ট্রফি কিংবা পিএসএলে সুযোগ পেলে সাকিব কীভাবে নিজেকে প্রমাণ করবেন, সেটাই এখন দেখার বিষয়।