
দুবাইয়ে ভারতের সব ম্যাচ খেলা নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির মাঝেই অভিযোগ উঠেছে। নাসের হুসেইন থেকে শুরু করে ফন ডার ডুসেন- সবার অভিযোগ ভারত বাড়তি সুবিধা নিয়েছে। তারা একটি ভেন্যুকে কেন্দ্র করেই পরিকল্পনা সাজানোর সুযোগ পেয়েছে। তবে এই বক্তব্যের সঙ্গে একমত নন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ।
রেগে গিয়ে গম্ভীর বললেন ‘কীসের অতিরিক্ত সুবিধা?’রেগে গিয়ে গম্ভীর বললেন ‘কীসের অতিরিক্ত সুবিধা?’ ভারতের আপত্তির মুখে এবারের চ্যাম্পিয়নস ট্রফি আয়োজিত হচ্ছে হাইব্রিড মডেলে। রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানের মাটিতে গিয়ে খেলতে নারাজ ছিল ভারত। তাই ভারতের ম্যাচগুলো হচ্ছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সুতরাং ভারতকে কোনো ভ্রমণ করতে হচ্ছে না। অন্য ভেন্যু নিয়ে ভাবতে হচ্ছে না। দুবাইয়ের কন্ডিশনকে কেন্দ্র করেই তারা স্কোয়াড তৈরি করেছে বলে অভিযোগ অনেকের।
গতকাল মঙ্গলবার প্রথম সেমিফাইনালে ভারতের কাছে ৪ উইকেটে হারের পর এ বিষয়ে অজি অধিনায়ক স্মিথ বলেন, ‘দেখুন, আমি এসব কথায় বিশ্বাস করি না। ঘটনা যা হওয়ার তাই হয়েছে। ভারত এখানে সত্যিই ভালো ক্রিকেট খেলেছে। এই পিচ তাদের খেলার ধরনের সঙ্গে যায়, কারণ তাদের দলে থাকা স্পিনার ও পেসাররা এমন কন্ডিশনের জন্য উপযুক্ত। তারা ভালো খেলেছে, আমাদের হারিয়েছে, এবং যোগ্য দল হিসেবেই জিতেছে।’