
দীর্ঘ ১৭ বছর পর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সবশেষ ২০০৮ সালে অজিদের মাটিতে খেলেছিল টাইগাররা। এরপর ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজ খেললেও অস্ট্রেলিয়া সফরের সুযোগ হয়নি। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এই সফরটি ২০২৭ সালে হওয়ার কথা ছিল। তবে অস্ট্রেলিয়ার ব্যস্ত সূচির কারণে সিরিজটি এক বছর এগিয়ে আনা হয়েছে। টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তিতে ২০২৭ সালের মার্চে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার বিশেষ টেস্ট ম্যাচ আয়োজন করা হবে। এই কারণে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজটি ২০২৬ সালের অগাস্টে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
বাংলাদেশের এই সফরে কোন ফরম্যাটের ম্যাচ অনুষ্ঠিত হবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে নিশ্চিত হয়েছে, সিরিজটি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরিতে। ২০০৮ সালে বাংলাদেশের শেষ সফরের সময় এখানকার ডারউইনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হয়েছিল। সেই সিরিজের পর আর আন্তর্জাতিক ক্রিকেট এখানে হয়নি। এবার ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে যাচ্ছে ডারউইনে।
অস্ট্রেলিয়ার গ্রীষ্ম মৌসুম শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে, যা ডারউইনেই অনুষ্ঠিত হবে। ক্রিকেট অস্ট্রেলিয়া ইতোমধ্যে সেখানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার বিষয়টি নিশ্চিত করেছে। ফলে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।