প্রচ্ছদ খেলাধুলা পিএসএলে লিটন-রিশাদ-নাহিদদের সঙ্গী হিসেবে থাকছেন যারা

পিএসএলে লিটন-রিশাদ-নাহিদদের সঙ্গী হিসেবে থাকছেন যারা

নাহিদ রানাকে পাকিস্তানের দর্শকরা গত বছরেই দেখেছে ঘরের মাঠে টেস্ট সিরিজে। এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আরও ভালোভাবে দেখার সুযোগ পাচ্ছে তারা। পেশোয়ার জালমি স্কোয়াডে থাকা এই ২২ বছর বয়সী গতিময় পেসারকে ঘিরে আশা অনেক।

পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজমের নেতৃত্বে স্কোয়াডে আরও থাকছেন সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, টম কোহলার-ক্যাডমোর, করবিন বশ, আবদুল সামাদ, হুসেইন তালাত, আলজারি জোসেফসহ আরও বেশ কয়েকজন তারকা খেলোয়াড়। নাহিদ রানাকে ঘিরে বাবর আজম ও সাইম আইয়ুবের আগ্রহ বিশেষভাবে উল্লেখযোগ্য। আগের টেস্ট সিরিজে নাহিদের গতিতে সমস্যায় পড়েছিলেন তারা। এবার তাদের দলে একই ড্রেসিং রুমে থেকে নাহিদের কাছ থেকে শেখার সুযোগ থাকবে।

করাচি কিংস এবার টাইগার উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসকে দলে নিয়েছে। লিটনের সতীর্থদের মধ্যে থাকছেন শান মাসুদ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, কেইন উইলিয়ামসন, জেমস ভিন্স এবং মোহাম্মদ নবীর মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। এই দলে লিটন উইকেটকিপার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। অন্যদিকে দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের স্কোয়াডে রয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। তার সতীর্থদের মধ্যে থাকছেন শাহিন আফ্রিদি (অধিনায়ক), ফখর জামান, হারিস রউফ, টম কারেন, স্যাম বিলিংস, এবং ড্যারিল মিচেলের মতো তারকা। নাহিদ, লিটন এবং রিশাদ এই প্রথমবারের মতো পিএসএলে অংশ নিচ্ছেন। তাদের পারফরম্যান্স বাংলাদেশের ক্রিকেটের জন্য ইতিবাচক বার্তা নিয়ে আসতে পারে। লিটনের অভিজ্ঞতা এবং রিশাদের লেগ স্পিনের সঙ্গে নাহিদের গতি মিলে পিএসএলের দলগুলোতে ভিন্ন মাত্রা যোগ করবে। পিএসএলে বাংলাদেশের তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণ আন্তর্জাতিক ক্রিকেটে তাদের পরিণত হতে সাহায্য করবে। লিটন দাস, রিশাদ হোসেন এবং নাহিদ রানার জন্য এটি নিজেদের প্রমাণের বড় মঞ্চ। ক্রিকেটপ্রেমীরা তাদের পারফরম্যান্স নিয়ে আশাবাদী।