প্রচ্ছদ খেলাধুলা পাকিস্তানকে এক বছরেই বদলে দেয়ার চ্যালেঞ্জ ভারতের সাবেক ক্রিকেটারের

পাকিস্তানকে এক বছরেই বদলে দেয়ার চ্যালেঞ্জ ভারতের সাবেক ক্রিকেটারের

সমালোচনা করা সহজ, কিন্তু সমাধান দেয়া কঠিন। পাকিস্তান ক্রিকেট দলের সাম্প্রতিক ব্যর্থতা নিয়ে যখন সমালোচনার ঝড় বইছে, তখন সাবেক ভারতীয় অলরাউন্ডার যোগরাজ সিং ভিন্ন সুর তুলেছেন। যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ দাবি করেছেন, তিনি যদি পাকিস্তানের কোচ হন, তবে মাত্র এক বছরের মধ্যেই দলটিকে বদলে দিতে পারবেন।

এক সাক্ষাৎকারে যোগরাজ বলেন, ওয়াসিম আকরাম ধারাভাষ্য দিয়ে টাকা কামাচ্ছে। আমি তাকে বলবো, দেশে ফিরে যাও, এই ক্রিকেটারদের নিয়ে একটা ক্যাম্প করো। আমি দেখতে চাই, তোমরা পাকিস্তানকে বিশ্বকাপ জেতাতে সাহায্য করতে পারো কি না। না পারলে পদত্যাগ করো।

ভারতের হয়ে একটি টেস্ট ও ছয়টি ওয়ানডে খেলা যোগরাজ বর্তমানে কোচিং করান নিজের একাডেমিতে। পাকিস্তানকে নিয়ে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, আমি যদি তাদের কোচ হতাম, এক বছরের মধ্যে এমন একটি দল তৈরি করে দিতাম, যা সবাই মনে রাখত। এটা সম্পূর্ণ প্যাশনের ব্যাপার। আমি দিনে ১২ ঘণ্টা কাজ করি। আপনাকে নিজের দেশের জন্য রক্ত ও ঘাম ঝরাতে হবে।

পাকিস্তান ক্রিকেট দল বর্তমানে কঠিন সময় পার করছে। চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে পরাজিত হয় দলটি। এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৬ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। কিন্তু বৃষ্টির কারণে শেষ পর্যন্ত টস ছাড়াই পরিত্যক্ত হয় ম্যাচটি। যোগরাজ সিংয়ের এই মন্তব্য পাকিস্তান ক্রিকেট মহলে আলোড়ন তুলেছে। এখন দেখার বিষয়, পাকিস্তান ক্রিকেট বোর্ড তার চ্যালেঞ্জকে কতোটা গুরুত্ব দেয়।