প্রচ্ছদ খেলাধুলা টি-টোয়েন্টির যে রেকর্ড নিয়ে বাংলাদেশের সঙ্গে তুমুল লড়াই ওয়েস্ট ইন্ডিজের

টি-টোয়েন্টির যে রেকর্ড নিয়ে বাংলাদেশের সঙ্গে তুমুল লড়াই ওয়েস্ট ইন্ডিজের

টি-টোয়েন্টি ক্রিকেটের দুই বিপরীত মেরুর দল বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। এক দল দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন, অন্য দল কখনোই সেমিফাইনালের দরজা খুলতে পারেনি। তবে দু’দল এখন তুমুল লড়াই করছে একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ড নিয়ে। আর সেটি হলো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ড।

গত রোববার (১৫ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৭ রানের জয়ে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। একইসঙ্গে পেয়েছে আরেকটি স্বস্তির খবর। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ডে তারা আর নিঃসঙ্গ নয়। ম্যাচটি হারের পর ওয়েস্ট ইন্ডিজও বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে। এখন দুই দলের হারের সংখ্যা সমান ১০৭টি। বাংলাদেশ সময় বুধবার (১৮ ডিসেম্বর) সকালে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে আরেকটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। এই ম্যাচে যে দল পরাজিত হবে, তাদের জন্য রেকর্ডটি এককভাবে উপহার হিসেবে রয়ে যাবে। তিন ম্যাচের সিরিজ শেষে যারা পরাজিত হবে, তারা ২০২৪ সাল শেষ করবে সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ড নিয়েই।

যদিও বছরের শুরুতে এই রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের দখলে। ২০২৪ সালের জানুয়ারিতে তাদের টি-টোয়েন্টি ম্যাচ হার ছিল ৯৭টি। বাংলাদেশ ৯৫ হার নিয়ে ছিল দুইয়ে। ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরপর হেরে ওয়েস্ট ইন্ডিজ হারের সংখ্যা ৯৯-এ নিয়ে যায়। অন্যদিকে বাংলাদেশের সংখ্যা তখনো ৯৫-এই আটকে ছিল। এরপর থেকে বাংলাদেশ যেন হারের মিছিলে দৌড়াতে শুরু করে। মে মাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে বাংলাদেশ প্রথম দল হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ ম্যাচ হারার নজির গড়ে। আর সেই একই মাসে শ্রীলঙ্কাও ১০০ হারের ক্লাবে যোগ দেয়। তবে লঙ্কানদের টপকে বাংলাদেশের একক রেকর্ড মালিকানা বেশিদিন স্থায়ী হয়নি। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের পর বাংলাদেশের একক রেকর্ডের মালিকানা আপাতত ভাগাভাগি হয়েছে। কিন্তু সিরিজের বাকি ম্যাচগুলো নির্ধারণ করবে, বছর শেষে এই অনাকাঙ্ক্ষিত রেকর্ড কার একার ঘাড়ে চেপে বসবে।