
টুর্নামেন্ট মাঝপথ থেকেই পারিশ্রমিক সমস্যায় টালমাটাল বিপিএল। প্রায় প্রতিদিনই টাকা না পাওয়া ঘিরে ছড়িয়ে পড়ছে নানান নেতিবাচক খবর। দাভিদ মালানের মতে, এসব সমস্যা দূর করা কঠিন কিছু নয়। টাকা না থাকলে দলই নিতে মানা করলেন ফরচুন বরিশালের ইংলিশ ব্যাটসম্যান।
পারিশ্রমিক সমস্যায় বিপিএলে সবচেয়ে বড় ধাক্কাটি লেগেছে রোববার। টাকা না পাওয়ায় মাঠেই আসতে রাজি হননি দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার কোনো বিদেশি ক্রিকেটার ছাড়াই খেলতে হয়েছে একটি দলকে।
এর আগে চট্টগ্রাম পর্বে টাকা না পাওয়ায় রাজশাহীর পুরো দলই অনুশীলন বয়কট করেছিল। পারিশ্রমিক সমস্যায় বিসিবিতে অভিযোগ জানিয়েছেন দলটির শ্রীলঙ্কান ক্রিকেটার লাহিরু সামারাকুন।
এছাড়া চিটাগং কিংসের পারভেজ হোসেনকে টাকা না দেওয়ার কথা সংবাদমাধ্যমে স্বীকার করেছেন দলটির কর্ণধার সামির কাদের চৌধুরি। সব মিলিয়ে বিপিএলে মাঠের খেলার চেয়ে মাঠের বাইরের এসব ঘটনাই বেশি আলোচনায়।
বরিশালের ক্রিকেটারদের এই সমস্যা নেই বলেই জানালেন মালান। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার ম্যাচ শেষে নিজেদের দল নিয়ে স্বস্তি প্রকাশ করেন মালান।
“আমি নিজের দল নিয়ে শুধু মন্তব্য করতে পারি। আমাদের দল দারুণ। যেখানেই খেলেন না কেন, মৌলিক বিষয়গুলো ঠিকঠাক দেখতে চান সবাই। আমাদের কাজ হচ্ছে খেলা এবং অন্য কারও কাজ আমাদের পারিশ্রমিক দেওয়া। এজন্যই এসব লিগ খেলি আমরা।”
খুলনা টাইগার্সের বিপক্ষে ১৮৮ রানের লক্ষ্যে ৩৭ বলে ৬৩ রানের ইনিংস খেলেন মালান। ৫ উইকেটের জয়ে ম্যান অব দা ম্যাচ হন তিনি। পরে সংবাদ সম্মেলনে পারিশ্রমিক সমস্যার প্রসঙ্গ এলে সহজ সমাধানের কথা বলেন ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান।
“আশা করি, সামনে এমন (পারিশ্রমিক সমস্যা) হবে না। এটা নিয়ন্ত্রণ করা খুব সহজ। আপনার যদি টাকা থাকে, তাহলে দল নেবেন। টাকা না থাকলে দল নেবেন না। সহজ ব্যাপার। এমনই হওয়া উচিত। এখন পর্যন্ত আমাদের দলের কোনো সমস্যা নেই। আশা করি সামনেও হবে না। তবে হ্যাঁ, এটি এমন ব্যাপার যা চাইলেই খুব সহজে ঠিক করা যায়।”
মালান যখন পারিশ্রমিক বিষয়ে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, সংবাদ সম্মেলন কক্ষে সেসব শুনছিলেন উইলিয়াম বসিস্টো। পরে খুলনার অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের কাছেও জানতে চাওয়া হয় তার পারিশ্রমিকের ব্যাপারে।
খুলনা দলের প্রশংসা করে অন্য ফ্র্যাঞ্চাইজি নিয়ে হতাশার কথা বলেন বসিস্টো।
“এখন পর্যন্ত চুক্তি অনুযায়ী সব কিছু পেয়েছি। শুনতে পাচ্ছি, অন্য দলে কিছু সমস্যা হচ্ছে। অবশ্যই হতাশার। তবে আমাদের দলে সব ঠিকঠাক আছে।”
“ক্রিকেটার হিসেবে আমার দায়িত্ব পারফর্ম করা, নিজেকে প্রস্তুত করে শতভাগ দেওয়া। এটা আমার দায়িত্ব। দলের মালিক হিসেবে তাদের দায়িত্ব ক্রিকেটারদের সঙ্গে চুক্তি অনুযায়ী কাজ করা। অন্য কোনো দলে তা হচ্ছে না, হতাশার ব্যাপার। তবে খুলনা এখন পর্যন্ত দারুণ।”