প্রচ্ছদ খেলাধুলা জাকের-মেহেদীর বড় লাফ

জাকের-মেহেদীর বড় লাফ

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে স্বাগতিকদের প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে ধবলধোলাই করেছে বাংলাদেশ। ঐতিহাসিক সিরিজ জয়ের পেছনে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটান জাকের আলী অনিক। ৬০ গড়ে তিন ম্যাচে তার ব্যাট থেকে আসে ১২০ রান। এমন দুর্দান্ত সময় কাটানোর আইসিসির থেকে সুখবর পেলেন এই টাইগার ব্যাটার।

বুধবার (২৫ ডিসেম্বর) র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেন বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। সেখানে দেখা যায়, টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় লম্বা লাফ দিয়েছেন জাকের। ৮৫ ধাপ উন্নতি করে বতর্মানে ৮৭ নম্বরে অবস্থান করছেন জাকের আলী অনিক।

অন্যদিকে ক্যারিবিয়ানদের বিপক্ষে বল হাতে দুর্দান্ত ছিলেন টাইগার স্পিনার মেহেদী হাসান। তিন ইনিংসে হাত ঘুরিয়ে শিকার করেন আট উইকেট। প্রতি উইকেট প্রতি খরচা করেছেন ৫.৭৫ রান। তাতে টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে ১৩ ধাপ উন্নতি করেছেন।

বর্তমানে আছেন র‍্যাংকিংয়ের ১০ নম্বরে অবস্থানে। টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাংকিংয়ে বতর্মানে বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে মেহেদী একমাত্র বোলার তিনি সেরা দশে অবস্থান করছেন।