প্রচ্ছদ খেলাধুলা জাকের ও মিরাজের রেকর্ড জুটি, লিডের স্বপ্ন নিয়ে লাঞ্চে বাংলাদেশ

জাকের ও মিরাজের রেকর্ড জুটি, লিডের স্বপ্ন নিয়ে লাঞ্চে বাংলাদেশ

খেলাধুলা: তৃতীয় দিনের শুরুতেই জয়, মুশফিক এবং লিটনকে হারিয়ে মহাবিপদে পড়েছিল বাংলাদেশ। তবে জাকের আলীকে সঙ্গে নিয়ে টাইগার শিবিরে প্রতিরোধ গড়ে তোলেন মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেটে দুজনের রেকর্ড জুটিতে ভর করে লিডের দ্বারপ্রান্তে রয়েছে টাইগাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০১ রান তুলেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ৫৫ রানে এবং জাকের আলী রানে ৩০ ব্যাট করছেন। এতে সফরকারীদের থেকে ১ রানে পিছিয়ে থেকে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ।

বুধবার (২৩ অক্টোবর) তৃতীয় দিনে ব্যাট করে নেমেছিলেন আগের দিনে ৩৮ রান করা জয় এবং ৩১ রানে অপরাজিত থাকা মুশফিকুর রহিম। এই দুইজনের ব্যাটে ভর করে লিড নেওয়ার স্বপ্ন দেখছিল টাইগাররা। কিন্তু তিনের পঞ্চম ওভারে তাদের আউট করেন প্রোটিয়া পেসার রাবাদা। ৯২ বলে ৪০ রান করে আউট হন জয় এবং ৩৯ বলে ৩৩ রান করে জয়। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি লিটনও। মাত্র ৭ রান করে আউট হন তিনি। এতে দলীয় ১১২ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল বাংলাদেশ। এরপর জাকের আলীকে সঙ্গে নিয়ে টাইগার শিবিরে প্রতিরোধ গড়ে তোলেন মেহেদী হাসান মিরাজ। দুজন মিলে গড়েছেন পঞ্চাশছোঁয়া জুটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সপ্তম উইকেটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ জুটি। আর ৯৪ বলে ফিফটি তুলে নেন মিরাজ।

প্রথম সেশন শেষে জাকের ও মিরাজের ৮৯ রানের জুটিতে ভর করে লিডের দ্বারপ্রান্তে রয়েছে বাংলাদেশ। উল্লেখ্য, মিরপুরে দক্ষিণ আফ্রিকার দেওয়া ২০২ রানের লিডের জবাব দিতে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিনে ২৭ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ রান তুলতে পেরেছিল ১০১।

সূত্র : আরটিভি