খেলাধুলা: বাংলাদেশ জাতীয় দলের পেস ইউনিটের অন্যতম সদস্য শরিফুল ইসলাম। দলের নিয়মিত মুখ তিনি। ২৩ বছর বয়সী এই পেসার তিন ফরম্যাটের ক্রিকেটেই দেশের হয়ে সমান তালে পারফর্ম করে চলেছেন। জাতীয় দলের জার্সিতে সবশেষ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন দলে। তবে বিশ্রামে ছিলেন টেস্ট সিরিজে।
ভারত মিশন শেষে রোববার রাতে দেশে ফিরেন ক্রিকেটাররা। সঙ্গে ছিলেন শরিফুলও। দেশে ফেরার পর পেলেন বড় সুঃসংবাদ। প্রথমবারের মতো বাবা হয়েছেন পঞ্চগড়ের এই পেসার। জানা যায়, পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি।
সদ্য বাবা হওয়া শরিফুলের সামনে অবশ্য পিতৃত্বের আনন্দের পরেই অপেক্ষা করছে ক্রিকেটের ডাক। দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরু হচ্ছে চলতি অক্টোবরে মাসেই। দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে তার ডাক পাওয়া অনেকটাই নিশ্চিত। এরপরেই বাংলাদেশের সামনে আছে ওয়েস্ট ইন্ডিজ সফর।
এছাড়া চলতি বছরের বিপিএলে ড্রাফটের আগেই দল পেয়েছেন তিনি। খেলবেন ১১ বছর পর বিপিএলে ফিরে আসা দল চিটাগাং কিংসের হয়ে। যে দলে তার সঙ্গে আছেন সাকিব আল হাসান, মঈন আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউসের মতো তারকারা।
সূত্র : Channel 24