প্রচ্ছদ খেলাধুলা ক্রীড়া উপদেষ্টাকে বুলবুলের প্রশ্ন, কীভাবে পাওয়া যাবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট!

ক্রীড়া উপদেষ্টাকে বুলবুলের প্রশ্ন, কীভাবে পাওয়া যাবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে শুক্রবার দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। দুই দিন পর আজ তিনি রবিবার জাতীয় ক্রীড়া পরিষদে এসেছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে দেখা করতে। সেখানে ক্রিকেট ছাড়াও ১০ জুনের বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে আলোচনা হয়েছে তার সঙ্গে।

সভাশেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বুলবুল বলেছেন, ‘আপনারা শুনে খুশি হবেন, মিটিংয়ে প্রথম কথাই ছিল আমরা কীভাবে টিকিট পেতে পারি। আমরা জানি যে বাংলাদেশের স্পোর্টস হলো ফুটবল। ক্রিকেট খেলা দেখতে আসেন ফুটবলার… কর্মকর্তারা। অবশ্যই আমরাও ফুটবল দেখতে যাবো। সাপোর্ট করবো। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাইবো, এই ম্যাচটি যেন ভালো খেলতে পারি… জিততে পারি।’

ক্রীড়া উপদেষ্টাকে ধন্যবাদ দিয়ে বুলবুল শুরুতে বলেছেন, ‘প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডকে, সম্মানিত উপদেষ্টা আমাদের ডেকেছেন এখানে। তার উদার চিন্তাভাবনা আমাকে অভিভূত করেছে কয়েকটি কারণে। আমাদের এই মুহূর্তে প্রধান লক্ষ্য হচ্ছে ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ করা এবং তার মতের সঙ্গে আমরা শতভাগ একমত। তিনি ফ্যাসিলিটি ডেভলপমেন্টের জন্য বাংলাদেশ সরকারের অন্যান্য ডিপার্টমেন্ট, যেমন শিক্ষা মন্ত্রণালয়সহ অন্য ক্ষেত্রগুলোকে নিয়ে যে ইভেন্টগুলো চালু করতে বলেছেন… এটা নিয়ে আমাদের একটা পরিকল্পনা আছে। আমরা একটা চার্টার তৈরি করেছি, সেটার সঙ্গে ১০০ ভাগ মিলে গিয়েছে।’

বুলবুল আরও বলেন, ‘আমি অনেক খুশি, যে পরিমাণ সাহায্য এবং দিকনির্দেশনা আমরা পাচ্ছি… আমরা যে চার্টার তৈরি করেছি, সেগুলো বাস্তবায়নে বাংলাদেশ সরকার আমাদের যেভাবে সাহায্য এবং উৎসাহ দিয়ে যাচ্ছে তাতে অবশ্যই খুশি।’

ক্রিকেট নিয়ে বুলবুলের চিন্তা তৃণমূলে, ‘ক্রিকেটকে প্রাধান্য দিচ্ছি। আমরা চাচ্ছি গ্রামের একটা ছেলে যেন ভালো খেলে উপজেলায় আসতে পারে… তারপর উপজেলা থেকে জেলায়, জেলা থেকে বিভাগে এবং বিভাগীয় পর্যায় থেকে যেন জাতীয় পর্যায়ে আসতে পারে। সেই রাস্তাটা পরিষ্কার করছি। আমরা স্কুল ক্রিকেটকে নতুন করে সাজাবো, তখন অটোমেটিক জাতীয় দলের পারফরম্যান্সও ভালো হবে। খেলানোর মতো ভালো বা হাইপারফরম্যান্স খেলোয়াড় বেশি থাকবে আমাদের কাছে।’

আইসিসি প্রসঙ্গে বুলবুল পরিষ্কার জানালেন, ‘আইসিসির সঙ্গে বিসিবির কোনও দ্বন্দ্ব নেই। যদি তাদের কোনও দ্বন্দ্ব থাকে, তাহলে আমাদের জানাবে। এখন পর্যন্ত আমরা কিছু জানি না।’