ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যেখানে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন আজিজুল হাকিম তামিম। নেতৃত্বর পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল ছিলেন এই তরুণ ব্যাটার।
যুব এশিয়া কাপের ৫ ম্যাচে ২৪০ রান করেছেন তিনি। এক সেঞ্চুরির সঙ্গে তার নামের পাশে আছে দুই ফিফটি। পাশাপাশি বল হাতেও নিয়েছেন ৪ উইকেট। ফলে চলমান এনসিএল টি-টোয়েন্টিতেও খেলার সুযোগ পান তিনি। এখানেও দুর্দান্ত পারফর্ম করেছেন। নিজ বিভাগ খুলনার হয়ে করেন দুই অর্ধশতক।
তাই আসন্ন বিপিএলের জন্য তামিমকে দলে নিতে চাচ্ছে রংপুর রাইডার্স। গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। তাকে দলে নিতে ইতোমধ্যেই বিসিবির সঙ্গে যোগাযোগ করেছে রংপুর কতৃপক্ষ।
উল্লেখ্য, বিপিএলের ১১তম আসরে তিনটি নতুনসহ ৭টি দল অংশগ্রহণ করবে। প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে পরের বছরের ৭ ফেব্রুয়ারি।
এবারের বিপিএলের সাতটি দল হলো ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।
পুরনো দলের মধ্যে নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ ছাড়া বদল হয়েছে ঢাকার মালিকানা। পুনরায় ফিরে এসেছে দুর্বার রাজশাহী।