লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক কলহের জের ধরে সৎ মায়ের ছেলের হাতে তিনজন নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৭ টার দিকে রামগতির চর পোড়া গাছা এলাকায় তিনজনকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় ঘাতক তারেককে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয় স্থানীয়রা।
নিহতরা হলেন সৎ মা সখিনা বেগম (৪০), তার শিশু ছেলে ৬ বছর বয়সী মাহিন ও ৪ বছর বয়সী নাতনি ফারিয়া আক্তার। বিষয়টি নিশ্চিত করেছেন রামগতির থানার ওসি মোসলেহ উদ্দিন।
রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পোড়াগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
৮ নম্বর ওয়ার্ডের সদস্য হুমায়ুন কবির সবুজ বলেন, ঘাতক তারেককে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।
রামগতি থানা ওসি মোসলেহ উদ্দিন বলেন, স্থানীয় সিডু মিস্ত্রির প্রথম সংসারের ছেলে তারেক। তিনি ঢাকা থেকে দুই দিন আগে বাড়িতে আসেন। ঘটনার সময় প্রথমে সৎ মাকে গলা কেটে হত্যা করে। ঘটনাটি দেখে ফেলায় ছোট ভাই ও ভাগ্নিকেও গলা কেটে হত্যা করে তারেক। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে যায়। স্থানীয়রা ঘাতক তারেককে আটক করে সেনাবাহিনীর হাতে সোপর্দ করেন। বর্তমানে তারেক পুলিশের হেফাজতে রয়েছে। তিনজনের লাশ সদর হাসপতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।