প্রচ্ছদ জাতীয় ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ

ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ

১৯৮০ সালে প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলেছিল বাংলাদেশ পুরুষ ফুটবল দল। তবে নারী ফুটবল দলের কখনো এশিয়ার শীর্ষ পর্যায়ে খেলা হয়নি। সেই আক্ষেপ ঘুচিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে উঠল বাংলাদেশ নারী ফুটবল দল।

বুধবার (২ জুলাই) ইয়াঙ্গুনের থুওয়ান্না স্টেডিয়ামে র‍্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে ২-১ ব্যবধানে হারিয়ে নিজেদের কাজটা সেরে রেখেছিল বাংলাদেশ। অপেক্ষা ছিল রাতে বাহরাইন আর তুর্কমেনিস্তান ম্যাচের কী ফল হয়।

গ্রুপ ‘সি’তে বাহরাইন ও তুর্কমেনিস্তানের ম্যাচ ২-২ তে ড্র হয়েছে। তাতেই এক ম্যাচ হাতে রেখেই এএফসি এশিয়ান কাপের মূল পর্বের টিকিট পেয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে নাম লিখিয়ে ইতিহাস গড়েছেন আফঈদা-ঋতুপর্ণারা।

আগামী শনিবার বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচ খেলবে তুর্কমেনিস্তানের বিপক্ষে। সেই ম্যাচে হারলেও বাংলাদেশের আর কোনো সমীকরণ থাকবে না। মিয়ানমার বাহরাইনকে হারালেও বাংলাদেশের সমান ৬ পয়েন্ট হবে।

কিন্তু হেড টু হেডে এগিয়ে থাকায় বাংলাদেশই গ্রুপের শীর্ষে থাকবে। তাই আর কোনো বাধা নেই এশিয়ান কাপে খেলার।

বিস্তারিত আসছে…