প্রচ্ছদ খেলাধুলা আসিফের ১৪ বলে ৫৫ রানের ঝড়ে উড়ে গেল ভারত

আসিফের ১৪ বলে ৫৫ রানের ঝড়ে উড়ে গেল ভারত

রবিন উথাপ্পা আর ভারত চিপলির ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহই পেয়েছিল ভারত। কিন্তু আসিফ আলি আর মোহাম্মদ আখলাকের টর্নেডো ইনিংসে তাও হয়ে গেল মামুলি। হংকং ইন্টারন্যাশনাল সিক্সেসে চিরপ্রতিদ্বন্দ্বীদের উড়িয়ে দারুণ শুরু করল পাকিস্তানও।

হংকং সিক্সেস আসলে আন্তর্জাতিক অঙ্গনের মতো কোনো টুর্নামেন্ট নয়। প্রতি দলে থাকে ছয়জন খেলোয়াড়। খেলাও হয় ছয় ওভারে। তবে হংকংয়ে অনুষ্ঠিত স্বল্পদৈর্ঘ্যের এই জমজমাট প্রতিযোগিতার ভক্ত আছে অনেক।

সেই টুর্নামেন্টেই নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে শুক্রবার ভারত হেরেছে ৬ উইকেটে। ১২০ রানের লক্ষ্য কোনো উইকেট না হারিয়ে ৬ বল হাতে রেখেই পূরণ করে পাকিস্তান।

১৪ বলে ৭ ছয় ও ২ চারে ৫৫ রান করে উঠে যান আসিফ। ম্যাচসেরও হন তিনি। ১২ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪০ রানে অপরাজিত থাকেন আখলাক। ৫ বলে ৩ ছয় ও ১ চারে ২২ রানে অপরাজিত থাকেন ফাহিম আশরাফ।

এর আগে মং ককের মিশন রোড গ্রাউন্ডে টসে হেরে ব্যাটিংয়ে নামে ভারত। ৮ বলে ৩টি করে ছক্কা-চারে ৩১ রান করে ফাহিমের শিকার হয়ে ফেরেন উথাপ্পা। ১৬ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৫৩ রান করে উঠে যান চিপলি।

টুর্নামেন্টের নিয়মই হলো ৫০ রান করার পর ব্যাট ছেড়ে দেওয়া। একজন বোলার পারেন ২ ওভার করতে, তবে টানা দুই ওভার নয়।

ভারত তোলে ২ উইকেটে ১১৯ রান। এত রানও করেও শেষ রক্ষা হয়নি তাদের। বল হাতে ২ ওভারে ৫৭ রান দেন শাহবাজ নাদিম।। ওভারপ্রতি ২০এর উপরে রান দেন স্টুয়ার্ট বিনি, কেদার যাদব ও মনোজ তিওয়ারিও।

পাকিস্তানের কাছে হার দিয়ে আসর শুরু করা ভারত পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে ১ রানে হেরে আসর থেকে বিদায় নিয়েছে। আবর আমিরাতের ১৩০ রানের জবাবে ১২৯ রানে শেষ হয় ভারতের ইনিংস।

পোল ‘সি’ থেকে পরের রাউন্ডে গেছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।