প্রচ্ছদ খেলাধুলা আমাদের এখনো সুযোগ আছে- মিরাজ

আমাদের এখনো সুযোগ আছে- মিরাজ

আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজের আগে বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছিল গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর সাত মাসের বিরতি, দীর্ঘ বিরতি কাটিয়ে আবার নিজেদের প্রিয় ফরম্যাতে খেলতে নামার অভিজ্ঞতাটা অবশ্য সুখকর হয়নি টাইগারদের জন্য। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে ৯২ রানে হেরেছে লাল-সবুজের দল।

তবে বড় হারের চেইয়েও টাইগার সমর্থকদের অবাক করেছে দলের অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়। আফগানিস্তানের দেয়া ২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ খেলছিল ভালোই। তবে ২ উইকেটে ১২০ রান থেকে এরপর লাল-সবুজের দল অল আউট হয় ১৪৩ রানে। এমন অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা হারে ৯২ রানে।

প্রথম ম্যাচে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। তবে পিছিয়ে পড়লেও এখনো টাইগারদের সুযোগ আছে বলেই জানিয়েছেন মেহেদী মিরাজ। গতকাল সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘আমাদের এখনো সুযোগ আছে। একটা ম্যাচ হেরেছি, এখনো দুটি ম্যাচ আছে। দুটি ম্যাচ চিন্তা না করে পরের ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা একটু ব্যাকফুটে আছি।’

দীর্ঘ বিরতির পর ওয়ানডে খেলার বিষয়টি সামনে এনে মিরাজ বলেন, ‘অনেক দিন পর আমরা ওডিআই খেলেছি। সাত–আট মাস আগে আমরা খেলেছি। সবার ভেতরে ওই জিনিসটাও একটু কাজ করছিল যে অনেক দিন পর আমরা ওডিআইতে খেলছি, প্রস্তুতিটা সেভাবে নিয়েছি। আশা করি, যেহেতু অনেক দিন পর খেলেছি, এই মাঠের ব্যাপারে একটা ধারণা হয়েছে। ভালো মোমেন্টাম কীভাবে নিতে হবে, সেটা অনুশীলন করছি।’