
চ্যাম্পিয়নস ট্রফির জন্য আইসিসির কাছে প্রাথমিক দলের তালিকা পাঠানোর শেষ সময় ছিল ১২ জানুয়ারি। ওই সময়ের মধ্যে সব দল স্কোয়াড ঘোষণা করলেও বাকি ছিল ভারত। অবশেষে চমক রেখে চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত।
শনিবার (১৮ জানুয়ারি) ভারতের স্কোয়াড ঘোষণা করেন প্রধান কোচ গৌতম গম্ভীর। চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা হয়নি দীর্ঘদিন ভারতীয় দলের নিয়মিত সদস্য মোহাম্মদ সিরাজ। তবে দলে জায়গা পেয়েছেন ইনজুরিতে থাকে পেসার জসপ্রীত বুমরাহ।
গুঞ্জন ছিল চ্যাম্পিয়নস ট্রফির থাকবেন না বুমরাহ। তবে সেই গুঞ্জন উড়িয়ে ঠিকই দলে জায়গা পেয়েছেন এই পেসার। ১৪ মাস পর দলে ফিরেছেন আরেক পেসার মোহাম্মদ শামি। ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে খেলে চোটে পড়েছিলেন তিনি। এরপর থেকে ছিলেন মাঠের বাইরে।
কন্ডিশনের কথা বিবেচনায় রেখে মূলত ভারতীয় স্কোয়াড গড়া হয়েছে স্পিন-পেসের ভারসাম্য রেখে। বিশেষজ্ঞ স্পিনার কুলদ্বীপ যাদবের সঙ্গে এই বিভাগে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর।
ওপেনিংয়ে অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিলের সঙ্গে আছেন ওয়ানডে না খেলা যশস্বী জয়সওয়াল। আর টপ অর্ডারে আছেন বিরাট কোহলি, ঋঝভ পন্থ, লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ারের মতো তারকারা।
ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ, ঋঝভ পন্থ, শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, আর্শদীপ সিং, মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা।